অনলাইন দিবস কনভার্টার ও বাঙলা বর্ষপঞ্জী লাগবে নাকি ?

এক  কোটি মানুষকে যদি প্রশ্ন করা হয় ‘আপনার জন্মতারিখ বলুন তো ?

অধিকাংশ উত্তর হবে ১২-৫-১৮৯৪ , ২৮-২-১৯৮১ আগডুম বাগডুম ।খূব কমই উত্তর পাবেন বাঙলাই ।

অনেক সময় আমাদের ENGLISH TO BANGLA বর্ষপঞ্জীর প্রয়োজন হয়ে পড়ে কিন্তু হাতের কাছে যদি ইন্টারনেট থাকে তবে চিন্তা কী ? অনলাইন দিবস কনভার্টার তো আছেই ।

http://www.pallab.com/services/bangladateconverter.aspx

উপরোক্ত লিঙ্ক থেকে সহজেই কনভার্ট করতে ডাউনলোড করতে পারেন ।

‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি শিখতে চান কী ?

প্রথম আলোর পাঠকগন রাশিচক্রে ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতির নাম শুনেনি বা পড়েনি এমন মানুষ খুব কমই আছে । অনেকের ইচ্ছে হয় ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি জানতে তা ছাড়া নতুন কিছু জানার আগ্রহটাই মানুষের একটি বৈশিষ্ট্য ।

তবে একটি কথা শুধু মাত্র ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’   সম্পর্কে জানলেই আপনি জ্যোতিষ হয়ে যাবেন না ।জ্যোতিষ শাস্ত্র পরতে হবে,জান্তে হবে বুঝতে হবে সাথে পদার্থ,রসায়ন,মনবিজ্ঞান, যুক্তিবিদ্দ্যা ইত্যাদির পাশাপাশি  উনুমান শক্তির প্রয়গ করতে হবে ।তার পরও সাধ্য শিদ্ধি হবে কি না আমি সঠিক বলতে পারবনা ।

আমি জ্যোতিষ চর্চা করি তবে বিশ্বাস করিনা ।কাউকে বিশ্বাস করতেও বলিনা ।সত্য বলতে ভয় হয় তবু মিথ্যের মত করে সত্য বলি যেমন –আমি দেশি বিদেশি প্রায় ৪৫ টি কোম্পানির আম জুস পান করেছি কোনটাই আম মনে হয়নি ,আবার ফজলি, কাচামিঠা,খিরশা,লব্ধ সুন্দরী প্রায় ৭০ প্রজাতীর আম খেয়েছি কোনটিই আমড়া মনে হয়নি ।

আপনাদের কাছে জ্যোতিষ খাজা মা এর আকুল আবেদন আপনারা আপনার শিশুকে ফলের জুস পান করতে না দিয়ে ফল খেতে দিন ।আর যদি আপনার শিশু জুস পাগল হয় তবে ৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে একটি জুস মেকার/ ব্লেন্ডার কিনে ফেলুন ।যদি তাও সম্ভব না হয় অনেক ফার্স্ট ফুড এ জুস মেকার/ ব্লেন্ডার দ্বারা রাসায়নিক উপাদান বর্জিত জুস তৈরী হয় সেগুল দিতে পারেন ।

তো ই-বুক টি ডাউন লোড করে ফেলুন নীচের লিঙ্ক থেকে ।

Numerology methods to fin…

http://www.divshare.com/download/1036046-4e9

আমার পড়া হয়নি তবু লিঙ্ক দিলাম ।বিষয় বস্তু আমি জানিনা ।

The_Seven_Habits_Of_Highly_Effective_Peop.pdf – DivShare

ভাল থাকবেন ।

সাদা টাকা

বেশ কয়েকদিন থেকে ঘরের দরজা লাগিয়ে কি যেন ব্যস্ততায় কাটছে প্রহর ভোলা মিয়ার ।যেখানে দিনে ১০কাপ চা আর ২০টি বিড়ি পানে অনেকটা সময় অতিবাহিত করতেন বাড়ির পেছনের পতিত অংশে শাকসবজির চাষ করে কিছুটা পয়সা বাঁচানোর চেষ্টা করতেন।

ভোলা মিয়ার ব্যস্ততার অবসান হয়েছে ।তার ভাব খানা এমন যেন কিছু গুপ্তধন পেয়েছে কথাই কথাই গুনগুন করে গান গাইছেন তিনি ।একটু সুযোগ পেলেই জানতে চাইছেন কাল টাকা তো সাদা করা সহয কিন্তু কাল পয়সা সাদা করব কি ভাবে ? বয়সের ভারে ভোলা মিয়ার বুদ্ধিলোপ পেয়েছে ভেবে কেউ তার কথাই কেউ গুরুত্ব দেয়না ।

সকলেই ভোলা মিয়াকে এড়িয়ে চলছে নিঃসঙ্গতাই কাটছে প্রহর তার ।সবচেয়ে প্রিয় ছোট ছেলেটাও কেমন যেন বদলে গেছে ।অনেক রাতে বাড়ি ফেরে সকাল ৯টা ১০ টার আগে ঘুম থেকে উঠে না ,তার চোখের কনে কে যেন কৃষ্ণ আলপনা এঁকে দিয়েছে ।গোল্ড লিফ সিগারেট , মিষ্টি ,দুধ চা যেন তার চির সঙ্গী ।বড় ছেলের রক্ত পানি করা পয়সায় ছোট ছেলেকে মোটর সাইকেল কিনেদিয়েছিল ভোলা মিয়া যেন কলেজ যাবার সুবিধে হয় ।কিন্তু সেই মোটর সাইকেল নাকি হারিয়ে গেছে ।আজ কাল সে ভোলা মিয়াকে ধমক দিয়ে কথা বলে ।বয়সের খোটা দেয় বলে “আজ বাদে কাল মরবে এত কিসের প্রশ্ন ?’

ভোলা মিয়া অশ্রু সংবরন করতে পারেনা । প্রতিবেশীদের একটি শব্দ তার বুকে দাগ কাটে ‘তোমার ছেলে নষ্ট হয়ে গেছে ।’সশব্দে বলতে পারেনা আর ভোলা মিয়া মুক্তি যোদ্ধার সন্তান কখন নষ্ট হতে পারেনা আর যদি সে নষ্ট হয়ে যায় যে ভাবে অস্ত্র ধরে ছিলাম ১৯৭১ এ ঠিক সে ভাবে নিজের ছেলের বুকে অস্ত্র ধরতে আমি পিছপা হবনা ।

বড় ছেলেকে অভিযোগ করেও কোন লাভ হলনা ভোলা মিয়ার ।ছোট ভাই বাসার কম্পিউটার টি বিক্রি করেছে শুনে বড় ভাই খুশি হয়ে বলে ‘ও ঠিক ই করেছে যার ভাই বিদেশে থাকে তার ডেক্সটপ নয় ল্যাপটপ প্রয়জন ও কম্পিউটার ইঞ্জিনিয়ার হলে আমার যে কত ভাল লাগবে তোমাকে বোঝাতে পারবনা আমার সুখ তো তোমাদের নিয়ে তোমরা সুখে থেক তোমাদের জন্ন্য ২০০০০ টাকা পাঠালাম ’ভোলা মিয়ার কান্নার শব্দ বড় ছেলের কানে পোঁছাই বড় ছেলে কান্নার সঠিক কারন বুঝে উঠে না আবার ও ফান করে বলে বাবা আমি নতুন কড়করে সাদা টাকা পাঠিয়েছি তো ব্যাংক এ ও বলেদিয়েছি তোমাকে নতুন কড়করে টাকা দিতে ।

ভোলা মিয়া শুধু বলে তুই দেশে চলে আয় বাবা ।

বড় ছেলে বলে ভাইটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হলে আসব ।সবার সামনে ভাব নিব আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারের ভাই ।ও… তুমি কি  টাকা সাদা করেছো ?

-করেছি প্রায় ৫ দিন ধরে রঙ করে করে সাদা করেছি ।আমি মুক্তি যোদ্ধা আমি কি কাল টাকা সাদা না করে থাকতে পারি ।

-হাসতে হাসতে বলে কত টাকায় রঙ করেছো ?

-৫লক্ষ

-তুমি একি করেছো, টাকা গুলত তো একটাও কাজে লাগবেনা ।

-তুই তো বলেছিলি সাদা রঙ করে কাল টাকা সাদা করা যায় ।

-তোমাকে আমি কতবার বলেছি আমাদের কোন কাল টাকা নেই ,তুমি বিশ্বাস করছিলেনা আমার কথা তাই মজা করে বলেছিলাম কাল টাকা সাদা রঙ করে সাদা করতে হয় ।  ভয় নেই বাবা এ কথা কারো সামনে বলনা নয়ত তোমাকে নিয়ে হাসাহাসি করবে ।ভাল থেক ।

ভোলা মিয়ার হাসিমাখা মুখটা মলিন হয়ে গেছে মাটিতে দাগ কেটে কেটে লিখছে সে ১৯৭১ এ হায়েনার মুখ থেকে ছিনিয়ে আনলাম স্বাধীনতা 2011 এর মাঝামাঝিতে কাক ও শকুনের যুদ্ধ শুরু হল ।৫৬ হাজার বর্গ মাইলে ৫৮ হাজার টীভী চ্যনেল যা কোন কাজের নয় ।।৫৬ হাজার বর্গ মাইলে ৫৬ লক্ষ টি ভি চ্যনেল থাকতে পারে যদি তা কাজের হয় ।যেমন

১ শুধু এড এর জন্য

২ রাজনীতি

৩ শিক্ষা

৪ নাটক , সিনেমা

৫ ভ্রমণ

৬ তথ্য প্রযুক্তি

৭ খবর

৮ ছোটোদের জন্য

৯ ধর্মীও শিক্ষা

১০ জনগণের মতামত

এভাবে ণাণাণ ভাবে যদি সাজানো না জাই তবে বাংলাদেশের বুকে এতো টি ভি চ্যণেল শোভা পাইনা ।তাদের মনে রাখা উচিত বাংলাদেশে বিদ্যুতের বড়ও অভাব ।

এর পর আর ভোলা মিয়ার শব্দ প্রতি ধ্বনি হয়নি লাল সবুজের দেশ বাংলা দেশে ।

গ্যালারি

এক ক্লিকেই ১০০০ এর বেশি নতুন ফোল্ডার তৈরি করুন –

This gallery contains 1 photos.

বাংলাদেশে একটা শব্দ প্রচলিত আছে ‘ ইজি কাজে বিজি’ ।সাধারনত নতুন কম্পিউটার হাতে পেলে ব্যবহার কারিদের এই রোগে ধরে ।মনের মত করে সাজাতে নতুন ফোল্ডার তৈরি ও রিনেম করতে অনেকটা সময় নষ্ট হয় । কিন্তু যদি এক ক্লিকেই অনেক ফোল্ডার … বিস্তারিত পড়ুন

খচ্চর-

                                           এই নামের সাথে আপনারা পরিচিত ?

      হাঁ ভারতীয় উপমহাদেশে এই প্রাণীর দেখা মেলে । যা গাধার চেয়ে বড় ঘোড়ার চেয়ে ছোট হয় ।তবে এই ব্লগ নাটকের মঞ্চে আমি নিজেই খচ্চর  এর ভুমিকাই অভিনয় করব ,আশা করি আপনাদের ভাললাগবে ।

    আজ কাল বিভিন্ন নাটক , সিনেমার নাম এত বড় দেখি যা নিয়ে আমি একা একা হাসি ,যেমন ধরুন একটা নাটকের নাম “শর্করা জাতীয় খাবার, বাংলাদেশের আলুর ভিতর রয়না মাটি বালু , বলব কি আবার ’’   

      আমি  জানি উনারা বলবেন বিদেশি অনেক নাটক , সিনেমার নাম ও তো অনেক বড় বড় হয় তখন আপনি কথাই থাকেন ?বিদেশি নাম যেমন “Most popular two Dragon of the 

     Bangladesh ‘’কিন্তু বাংলাভাষার জাদুর পরশে এর অনুবাদ  অনেক সুন্দর করা সম্ভব ?

চলবে

 

মনিটরের উলটো পর্দা সোজা করুন চোখের পলকে –

সাধারনত গেম খেলার সময় বা ভুল করে একসাথে Ctrl & Alt   নিচে ডানে বা বামে যে কোন তীর কী প্রেস করলে মনিটরের Graphics options নরমাল থেকে Rotation হয়ে জাই 90 ,180,270 Degrees তে ।

এ সমস্যার সমাধান করতে মাউস এর right button > Graphics options> Rotation>Normal . অথবা Ctrl & Alt  &  Up Arrow  প্রেস করুন ।এর চেয়ে সহয উপায় আমার জানা নেই ।

Kazamaa.comযুক্তিতর্কের মাধ্যমে সকল সমস্যার সমাধান

আজ কাল খাজা বাবা ,পিরবাবা,সাধুবাবা, ভণ্ডবাবা,শেষ দর্শন বাবা,মুস্কিলেয়াসান বাবাদের জয়-জয়গানে মুখরিত এ সমাজ । এই ভণ্ড প্রতারকদের বিজ্ঞাপন পথে প্রন্তরে পত্রিকার পাতাই এমনকি দেশি-বিদেশি টিভি চ্যানেল গুলতে সম্প্রচারিত হয় বিনে বাধাইতা ছাড়া বিভিন্ন পন্নের বিজ্ঞাপন এর ক্ষেত্রে পন্নের গুনাগুনের ১ কটি গুণ বেশি বেশি কার্যকারিতার কথা শোনা যাই।তবে কিছু কিছু বিজ্ঞাপন অবশই যুক্তিযুক্ত সম্প্রচারিত হচ্ছে ।

আর বাংলাদেশের নগ্ন রাজনিতির ভণ্ডামির কথা বাংলাদেশিদের অজানা নয় ,তাই এ বিষয় নিয়ে কিছু লিখছিনা ।আমাদের ব্যক্তিগত সহ চারপাশে নানা সমস্যা রয়েছে ,রয়েছে আমাদের সপ্ন ,মত প্রকাশের অধিকার ।

একে অন্যকে সাহায্যর মনমানসিকতা লালন করলে এবং যুক্তিতর্কের মাধ্যমে আমরা সঠিক সমাধান পেতে পারি ।

এখানে আপনি যে কোন বিষয় ভিত্তিক পোস্ট ও কমেন্ট করতে সম্যসা সৃষ্টি ও সমাধান দিতে ,প্রশ্ন, অনুরোধ,ইত্যাদি পারেন ?

আপনি কম্পিউটার শিখতে,বিজ্ঞানপ্রজুক্তির কথা ইত্যাদি জানতে/জানাতে পারেন ?

গান, তবলা, গিতার,হারমনিয়াম ,বাঁশি বাজানো,যাদু (ম্যাজিক)শিখতে/শিখাতে পারেন ?

গল্প কবিতা/ছড়া,প্রবন্ধ ,নিবন্ধ ইত্যাদি লিখুন লেখার নিয়ম প্রকাশ করুন ?

ভেবে দেখুন তো রাজনিতি ছাড়া ও সেবার অনেক পথ আছে আপনি ও বেছে নিন আপনার পথ?

তো বলুন –

Kazamaa.com

যুক্তিতর্কের মাধ্যমে সকল সমস্যার সমাধান ।

wel come

my test page .i think you will help me ?

Hello world!

Welcome to WordPress.com. After you read this, you should delete and write your own post, with a new title above. Or hit Add New on the left (of the admin dashboard) to start a fresh post.

Here are some suggestions for your first post.

  1. You can find new ideas for what to blog about by reading the Daily Post.
  2. Add PressThis to your browser. It creates a new blog post for you about any interesting  page you read on the web.
  3. Make some changes to this page, and then hit preview on the right. You can alway preview any post or edit you before you share it to the world.